এক পশুপ্রেমীকে মারধরের অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার ঘোড়া পীর ঘোষপাড়া এলাকায়। একটি কুকুরকে লাঠি দিয়ে মারধর করার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পশুপ্রেমী তিলক ত্রিবেদী(৩৩)।
এই ঘটনায়, এক প্রৌঢ় সহ দুজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিলক ত্রিবেদী।
তার অভিযোগ এদিন সকালে তিনি প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে ঘোরাপীর ঘোষপাড়া এলাকায় একটি কুকুরকে লাঠি দিয়ে মারধর করছিলেন এক প্রৌঢ়। বাড়ির সামনে মলত্যাগ করার অভিযোগ তুলে কুকুর টিকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হন তিনি।
এই ঘটনায় এদিন দুই জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
