DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

পর্যাপ্ত বাসের দাবি, মাদারিহাট বিডিওকে ডেপুটেশন মাকাড়াপাড়া, তুলসিপাড়া চা বাগানের পড়ুয়াদের

বাস নেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে বহু ছাত্রছাত্রীরা এবার তাই বাসের দাবিতে সরব হল মাদারিহাট বীরপাড়া ব্লকের মাকড়াপাড়া ও তুলসীপাড়া এলাকার ছাত্রছাত্রীরা।
বাসের দাবিতে শুক্রবার মাদারিহাট বিডিও কাছে ডেপুটেশন প্রদান করল মাদারিহাট বীরপাড়া ব্লকের প্রত্যন্ত মাকাড়াপাড়া, তুলসিপাড়া চা বাগানের ছাত্রছাত্রীরা।
বীরপাড়া থেকে প্রায় পনেরো কিমি দূরে স্থিত মাকড়াপাড়া আর ঐ এলাকার ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুল ও কলেজে পড়তে বীরপাড়া আসতে হয়। ওপরদিকে বীরপাড়া থেকে মাকড়াপাড়া ও তুলসিপাড়া রুটে কোনো বাস চলাচল করেনা এতে বেজায় সমস্যায় পড়তে হয় ঐ এলাকার ছাত্রছাত্রীদের।

ছোটো গাড়িতে বীরপাড়া আসতে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন আসা ও যাওয়া একশ টাকা ব্যায় হয়। আর চা বাগানের ছাত্রছাত্রীদের প্রতিদিন একশ টাকা গাড়ি ভাড়া খরচ করে স্কুল ও কলেজে আসা সম্ভব নয় এজন্য বাসের দাবিতে এদিন মাদারিহাট বিডিও কাছে ডেপুটেশন প্রদান করে। ছাত্রছাত্রীরা জানান বাস নেই এজন্য অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেকে ড্রপ আউট হয়ে গিয়েছে কেননা এত ভাড়া দিয়ে পড়াশোনা করা অনেক পরিবারের পক্ষে সম্ভব নয়।
যদিও এই বিষয়ে বিডিও জানান এই বিষয়ে উদ্ধৃতন আধিকারিক সাথে কথা বলবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করবে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

কোচবিহার পৌরসভায় এজেন্সি প্রথা বাতিলের দাবিতে সোচ্চার, কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

পুরোপুরিভাবে এজেন্সি প্রথা বাতিল করে এজেন্সির মাধ্যমে কর্মরত কোচবিহার পৌরসভার

Read More »