ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি রেলস্টেশনের দুরবস্থা। অনেক সিনেমাতেই দেখা যায় ভুতুড়ে রেল স্টেশন। অন্ধকার স্টেশনের কুঠুরি গুলো দেখে গা যেন শিউরে ওঠে, তেমনি হয়ে পড়ে রয়েছে ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটপট্টি রেল স্টেশন। এই স্টেশন বন্ধ হয়ে পড়ে রয়েছে বহুদিন থেকে। আগাছায় ভরে গেছে পুরো স্টেশন চত্বর, চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি, রাতের বেলা স্টেশনের বাতি গুলোও ঠিকঠাক জলে না। আবার কখনো বা ভূতুরে কাণ্ডের মতো নিজে থেকেই জ্বলে ওঠে আবার হঠাৎ আলো বন্ধ হয়ে অন্ধকার ঘনিয়ে আসে স্টেশনে। যেন মনে হয় ভুতুড়ে কোনো স্টেশন।

রাতের বেলা মানুষ স্টেশনের পাশে যেতেই ভয় পায়। তবে ভূতের ভয় নয়, পোকামাকড় ও সাপের ভয়। জঙ্গলে ভরে গেছে চারপাশ বেড়েছে পোকা মাকড়ের উপদ্রব, এদিকে আবার দিনের আলোয় চলছে যুবক-যুবতীদের অসামাজিক কিছু কর্মকান্ড। স্টেশনের ঘরের দেয়াল গুলিতে দৃষ্টিকটু দেয়াল লিখন। তৈরি হয়েছে একটি নেশার আখড়া। স্থানীয় ও যাত্রীরা জানিয়েছেন কুচবিহার থেকে শিলিগুড়িগামী ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। কিন্তু স্টেশনে কোন টিকিটমাস্টার ও সঠিক টিকিট ঘর চালু না থাকায় যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেনা, এক মিনিটের জন্য ট্রেন দাঁড়ায় এই স্টেশনে, তাই যাত্রীদের টিকিট ছাড়াই উঠে যেতে হয় ট্রেনে।