পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয় মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরীর টেন্ডার। গত ২৯ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গতকাল অর্থাৎ ৩০ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোন সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কি না তা নিয়ে ঘোরতর সংশয় তৈরী হয়েছে সাগরদ্বীপবাসীর মনে। প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা। পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দীর্ঘ হবে প্রায় সাড়ে তিন কিমি। মুখ্যমন্ত্রীর ঘোষণা ও পরে গতবছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। নিয়ম মেনে গতবছর ২৭ নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, মাত্র ২ টি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল। নুন্যতম ৩টি সংস্থা কোন টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না। ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে। দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।