জাতীয় সড়কের একই লেনে চলা পর্যটক বোঝাই বাসের সাথে ট্যাঙ্কারে পাশাপাশি সংঘর্ষ। এই ঘটনা শনিবার জলপাইগুড়ির বালা পাড়া এলাকায় জাতীয় সড়কের। ঘটনায় পর্যটক বাস বা পর্যটকদের তেমন কোন ক্ষতি না হলেও ব্যপক আতঙ্ক ছড়িয়ে পরে পর্যটকদের মধ্যে। এদিকে ট্যাঙ্কারের পাইপ ফেটে তেল ছড়িয়ে পরে রাস্তায়। যেকারনে যান চলাচলে সমস্যা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌছায় জলপাইগুড়ি কোতয়ালি এবং সদর হাইওয়ে ট্রাফিক পুলিশ।

জানা গেছে আসাম থেকে ট্যুরিস্ট বাস শিলিগুড়ি যাচ্ছিলো। ওই একই লাইনে আসামের গৌহাটি থেকে সরষের তেল বোঝাই করে দিল্লির অভিমুখে যাচ্ছিলো একটি ট্যাঙ্কার। অভিযোগ বালাপাড়ার কাছে আসার পরেই ট্যাঙ্কারের চালক হঠাৎ করে বাঁদিকে চাপিয়ে ধাক্কা মারে। ট্যুরিস্ট বাস থাকা যাত্রী হাফিজ উদ্দিন জানান বাসে তারা ৩২ জন যাত্রী ছিলেন। বাস ঠিক মতই চলছিলো। হঠাৎ করেই ট্যাঙ্কারটি বাঁ দিকের চাপিয়ে ধাক্কা মারে। বাসের চালক কোনো ক্রমে বাস দাঁড় করিয়ে দেয়। এদিকে ট্যাঙ্কারের চালক কল্পনাথের দাবি তিনি রাস্তার বাঁদিক দিয়ে চলছিলেন। পেছন থেকে ট্যুরিস্ট বাস এসে পাশ দিয়ে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় ট্যাঙ্কারের পাইপ লাইন ফেটে সমস্ত তেল রাস্তায় পরছে। এদিকে সদর ট্রাফিক সুত্রের খবর রাস্তায় তেল পরে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছিলো। তবে তেলের ওপর বালি ফেলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।