পরীক্ষার দিনে স্কুলে সরকারি শিবির, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে জটিলতা।
রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় শনিবার শিলিগুড়ি পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে বসে সরকারি সহায়তা শিবির। সকাল থেকেই শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ, আসেন সরকারি আধিকারিকরাও। তবে এই শিবিরের জন্যই আজ সমস্যায় পড়ে স্কুলের ছাত্রীরা।
আজ সেই স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরের জন্য তা আধ ঘণ্টা পিছিয়ে যায়।

তিনতলা স্কুল ভবনের নিচতলায় শিবির, আর দোতলা-তিনতলায় চলে পরীক্ষা। ছাত্রীরা জানায়, নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে।
স্কুলের প্রধান শিক্ষিকা জানান, এই সরকারি শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতির প্রয়োজন হয়নি, সবকিছুই মহকুমা শাসকের নির্দেশে হয়েছে। তিনি বলেন, “পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই, তবে ছাত্রীরা সচেতনভাবে সামলেছে।”
ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “পরীক্ষা পরীক্ষার মতোই চলছে। নিচে চলছে সরকারি সহায়তা প্রদান। কোনও সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না।”
ছাত্রীদের মত, পরীক্ষার দিনে এমন অনুষ্ঠান না হলেই ভালো হতো। তবে পরিস্থিতি ম্যানেজ করে নিতে হয়েছে।