ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা ও সরকারি সহায়তা নিশ্চিত করতে পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি খাতায় নথিভুক্ত করার উদ্যোগ জোরদার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা শ্রম দপ্তর। হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে শ্রমিক হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে নথিভুক্তি শুরু হয়েছে।

বর্তমানে সরকারি পরিসংখ্যানে ৩৫ হাজার পরিযায়ী শ্রমিকের নাম থাকলেও, বেসরকারি হিসাবে সংখ্যাটি প্রায় দ্বিগুণ। ভিন রাজ্যে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে রাজ্য সরকার থেকে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমস্যায় পড়লে শ্রমিকদের পাশে দাঁড়ানোও সরকারের অন্যতম উদ্দেশ্য।
জেলার অন্তত পাঁচ শতাধিক শ্রমিক ইতিমধ্যেই ফিরে এসেছেন হেনস্থার আতঙ্কে। শ্রম দপ্তর জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য পৃথক ডেস্ক থাকবে। পাশাপাশি টোল-ফ্রি নম্বর এবং ‘দিদিকে বলো’ হেল্পলাইনের মাধ্যমেও সহায়তা মিলবে।