নিজের আসল পরিচয় গোপন রেখে কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম ও ব্ল্যাকমেলের অভিযোগ ভিন ধর্মের যুবকের বিরুদ্ধে, প্রতারিত হয়ে বিষপান করে আত্মঘাতী ওই কলেজ ছাত্রী।
ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি ব্লকের উত্তর বড়ো হলদিবাড়ির চৌরঙ্গী মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধে শামিল হন মৃতার পরিবারের লোকজন সহ স্থানীয়রা। মৃত ছাত্রীর নাম সীমা রায় । বয়স ১৯ বছর।বাড়ি উত্তর শান্তিনগর এলাকায়।সে হলদিবাড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। মৃতার মা জয়মনি মন্ডল রায় বলেন পরিচয় গোপন রেখে ভিন্ন ধর্মের আশিক সরকার নামে এক যুবক আমার মেয়ে সীমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে যুবকের আসল পরিচয় জানতে পেরে সীমা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এদিকে ওই যুবক সম্পর্ক চলাকালীন বিভিন্ন তথ্য প্রকাশ করার ভয় দেখিয়ে সীমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে । সীমা তা সহ্য করতে না পেরে চলতি মাসের গত ২২ তারিখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

প্রথমে তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল পরবর্তীতে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এবং অবস্থা অবনতি হলে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। এদিকে বিষ খাওয়ার পরেই ওই যুবকের সম্পর্কে সমস্ত কিছুই পরিবারকে জানায়।
এমন ঘটনা প্রকাশ্যে আসতেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতারের দাবিতে আন্দোলন সংগঠিত করে এলাকাবাসীরা। এ বিষয়ে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগও করে তারা।খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশের তরফে অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তি বিধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয়।
বর্তমানে ওই যুবতীর দেহ শিলিগুড়ি মেডিকেল কলেজে রয়েছে। সেখানে দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।