শুক্রবার পবিত্র নবী দিবস উপলক্ষে বড় শোভাযাত্রার আয়োজন করা হল জলপাইগুড়িতে। এদিন বেরুবাড়ির দরগাহবাড়ি একরামিয়া মাদ্রাসার তরফে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। বাইক ও ছোট গাড়িতে করে এই শোভাযাত্রাটি বেরুবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের কদমতলা মোড়, ৩ নম্বর ঘুমটি, পান্ডাপাড়া হয়ে ফের বেরুবাড়িতে ফিরে যায়। প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। শোভাযাত্রা ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। আয়োজকদের তরফে মোহাম্মদ মইনুল বলেন, পবিত্র নবীর পনেরশতম(১৫০০) জন্মবর্ষ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন। এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।

পুলিশ প্রশাসন তথা সাধারণ মানুষ আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন সেইজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই বলে তিনি জানান। উল্লেখ্য, আজ সারা দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র নবী দিবস। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ সকাল থেকেই জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তের মসজিদে বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ মহানবীর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে মানবকল্যাণের পথ অনুসরণের অঙ্গীকার করেন। এছাড়া নবী দিবস উপলক্ষে সাধারণ মানুষ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন। শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, নবী দিবসকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।