সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতা বাড়াতে স্কুল পড়ুয়াদের নিয়ে কোচবিহার শহরে মিছিল করলো কোচবিহার সদর ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার দুপুরে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকার আমতলা মোড় থেকে এদিন কোচবিহার সদর ট্রাফিক বিভাগের মিছিলটি বের হয় যেখানে দেখা যায় স্কুলের ছাত্ররা উপস্থিত ছিলেন এবং সেই আমতলা মোড় থেকে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করা হয় সেই মিছিলের মাধ্যমে।

সেখানে ট্রাফিক আধিকারিক অঙ্কুর সিংহ রায় জানান এদিন থেকে সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু হল। কোচবিহারের বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে এই দিনগুলি পালন করা হবে। এদিন কোচবিহার শহরে সচেতনতা মূলক মিছিল করছেন তারা।
মূলত কেউ যাতে মাদকদ্রব্য পান করে গাড়ি না চালায় এবং হেলমেট পড়ে যাতে সব সময় গাড়ি চালায় এই সমস্ত বিষয়ে দেখা হবে।।