পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে দিনহাটায় বিশেষ উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দিনহাটা থানা সংলগ্ন ট্রাফিক গার্ড অফিস থেকে এক বর্ণাঢ্য বাইক র্যালির সূচনা হয়। পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ভাস্কর বিশ্বাস, দিনহাটা থানার ট্রাফিক ওসি মহাদেব শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

এছাড়াও স্থানীয় মানুষজনেরও অংশগ্রহণ নেয় বলে জানা গেছে। এদিন বাইক র্যালিটি দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে, যেখানে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব নিয়ে প্রচার করা হয়। সাধারণ মানুষের মধ্যে হেলমেট পরা, ট্রাফিক সিগনাল মানা, গতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিতে সচেতনতা তৈরি করতে মাইকিং ও পোস্টারও ব্যবহার করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর ভাস্কর বিশ্বাস বলেন, পথ দুর্ঘটনা রোধে এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু রাখা হবে।