বিশ্ব জলাতঙ্ক দিবস, যা প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয়, সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলায় শুরু হল পথকুকুরদের জন্য বৃহৎ র্যাবিস টিকাকরণ কর্মসূচি। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পথ কুকুরদের ভ্যাকসিনেশন ড্রাইভের কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। এদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথকুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে।

এছাড়াও জেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও ব্লকগুলিতেও এই কর্মসূচি করা হবে। প্রশিক্ষিত পশুচিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে নিরাপদ উপায়ে কুকুরদের ধরে টিকা করণ করা হবে। এর লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার অধিকাংশ পথকুকুরকে রেবিস প্রতিরোধী টিকার আওতায় আনা। এই উদ্যোগ যৌথভাবে আয়োজন করেছে SPOAR (Society for Protecting Ophiofauna & Animal Rights) এবং জলপাইগুড়ি জেলা পরিষদ। সহযোগিতা করছে আন্তর্জাতিক সংস্থা Mission Rabies India, যা Worldwide Veterinary Service (WVS)-এর একটি অঙ্গসংগঠন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরপ্রধান পাপিয়া পাল, উপ-পুরপ্রধান সৈকত চাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ভেটেরিনারি ডাক্তার ড. শ্বেতা মণ্ডল, এআরডিডি-র ভেটেরিনারি ডাক্তার ড. রাজেশ্বর সিং প্রমুখ।