রাস্তা সংস্কারের দাবিতে ‘নো রোড, নো ভোট’ স্লোগান তুলে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে এলাকাবাসী। জলপাইগুড়ি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ঘুমটি থেকে সিংহবাড়ি পর্যন্ত রাস্তার দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা। রাস্তা ছাড়াই এর দাবিতে এর আগে একাধিক বার আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী।

এমনকি গত বিধানসভা নির্বাচনের সময় ভোট বয়কটের ডাক দেওয়া হয়। এরপর আশ্বাস দেয়া হয় বিধানসভা ভোটের পর রাস্তার কাজ হবে কিন্তু এ পর্যন্ত রাস্তার কাজ হয়নি। তাই ‘নো রোড, নো ভোট’ হচ্ছে, হবে এইসব ছেলে ভোলানো কথায় আর কাজ হবে না, রাস্তা দিন , ভোট নিন এরকম লেখা ফ্লেক্স হাতে নিয়ে আন্দোলনে নেমে পড়েছেন এলাকাবাসী। রাস্তার কাজ না হলে, এলাকাবাসী সবাই মিলে তাদের ভোটার কার্ড পৌরসভায় জমা দিবেন বলেও আন্দোলনকারীরা জানান। যদিও এলাকার কাউন্সিলর রাস্তার কাজ করার জন্য চেষ্টা করেছিলেন বলেও জানান আন্দোলনকারীরা। কেন রাস্তা হচ্ছে না তা বুঝতে পারছেন না এলাকাবাসী। তাই রাস্তার দাবীতে ফের আন্দোলনে নেমেছে এলাকাবাসী।