ফিল্মি কায়দায় ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মুখে নেশার ওষুধ স্প্রে করে সব নিয়ে চম্পট দিল চোর। নেশার ঘোর কাটতে ঘরে কিছুই না দেখে মাথায় হাত পড়ল রাহুল লামা ও তাঁর পরিবারের সদস্যদের।
গতকাল গভীর রাতে হ্যামিলটন গঞ্জ সরজিত কলোনি এলাকায় ঘটনা ঘটে। সোনার গহনা ও নগদ সহ মোট ১৫ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।কী করে সবটা ঘটে গেল বুঝে পাচ্ছে না রাহুল লামা।এই ঘটনার খবর দেওয়া হয়েছে থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌছে তদন্ত শুরু করেছে।
