নেশাজাতীয় দ্রব্য বিক্রি বন্ধের দাবিতে রবিবার গভীর রাতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন শক্তিনগর এলাকার মহিলারা। রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ থানা ঘেরাও করে তাঁরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবাধে নেশাজাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে। স্থানীয় গৃহবধূ অনিতা পাসমানের অভিযোগ—“বছরের পর বছর আমরা পুলিশের কাছে জানাচ্ছি। হাতেনাতে ধরেও দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পুলিশের মদতেই এসব চলছে।”

মহিলাদের দাবি, প্রতিদিন তাঁদের বাড়ির সামনে বাইক ও টোটোর ভিড় জমে, চুরি-ছিনতাই বাড়ছে, যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাঁদের স্পষ্ট বক্তব্য—অবিলম্বে এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে। অন্যদিকে, তৃণমূল নেতা অভিজিৎ জোশি জানান, শক্তিনগর এলাকায় প্রায় ৮-১০টি পরিবার নেশাজাতীয় ব্যবসার সঙ্গে জড়িত। বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। এদিনও স্থানীয়রা একজনকে নেশাজাতীয় দ্রব্য সহ ধরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ তাদেরকে আটক না করে ছেড়ে দেয়, বিক্ষোভকারীদের অভিযোগ—হাতেনাতে যাদেরকে ধরেছে তারা ওই এলাকায় মহিলাদের উপর হামলা চালায়।এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে এলাকাবাসীর হুঁশিয়ারি—যদি পুলিশ গুরুত্ব সহকারে পদক্ষেপ না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।