নেপালের কাঠমান্ডুতে আটকে রয়েছে দিনহাটার সৌভিক, চিন্তিত পরিবারের সদস্যরা। জানা গেছে দিনহাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাদারলেন এলাকার বাসিন্দা সৌভিক চক্রবর্তী, নদীয়ার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করছে। সে গত ৫তারিখ একটি সেমিনার অ্যাটেন্ড করতে নেপালের কাঠমান্ডুতে সেন্ট্রাল কলেজ অফ কাঠমান্ডুতে যায় এবং 6 তারিখ থেকে সেমিনার অ্যাটেন্ড করে। এবং ৯ তারিখে তার ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ৮ সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে ওঠে নেপাল এবং সৌভিক চক্রবর্তী সহ আরো চারজন কাঠমান্ডুর একটি হোটেলে আটকে পড়ে।

উল্লেখ্য, জেন- জির আন্দোলনের ফলে উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবেশী দেশ নেপাল। ইতিমধ্যেই ওই দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। গত কয়েকদিন ধরেই চলছে এই আন্দোলন।
আর তার মধ্যেই আটকে থাকা দিনহাটার পড়ুয়ার জন্য স্বাভাবিকভাবেই চিন্তিত তার পরিবার। এ প্রসঙ্গে সৌভিক চক্রবর্তীর মা কাকলি চক্রবর্তী জানান, প্রতিনিয়ত ছেলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সৌভিক চক্রবর্তী একটি সেমিনারে গিয়েছিল এবং যে টাকা নিয়ে গিয়েছিল তাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কবে নেপাল দেশের অবস্থা স্বাভাবিক হয় । কবে ছেলে ফিরে আসে তা নিয়ে চিন্তিত তিনি।