দার্জিলিং-এর মঙপুতে কয়েকদিন আগে ঘটে যাওয়া নেপালি ভাষা বিতর্ককে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। অভিযোগ, মঙপু আদালতে শুনানির সময় এক উকিল নেপালি ভাষায় বক্তব্য রাখলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অলকানন্দ সরকার তাঁকে বাধা দেন। এমনকি তাঁকে নেপালি ভাষায় কথা না বলতে নির্দেশ দেওয়া হয়। নেপালি ভাষাকে ‘বাইরের ভাষা’ হিসেবে আখ্যা দেওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতল জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতের মূল গেটে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। হাতে প্ল্যাকার্ড, হাতে কালো কাপড় বেঁধে কর্মচারীরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, বিচারকের মন্তব্য শুধু অসম্মানজনকই নয়, সংবিধান স্বীকৃত ভাষার মর্যাদাকেও খাটো করেছে। তাই অবিলম্বে ম্যাজিস্ট্রেট অলকানন্দ সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ তোলেন, এর আগেও শিলিগুড়ি মহকুমা আদালতে পোস্টিং চলাকালীন বহু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওই ম্যাজিস্ট্রেট। ঘটনার তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এই ইস্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের বিভিন্ন সংগঠন ও নেপালি ভাষাভাষী মানুষরা এটিকে তাঁদের সাংবিধানিক অধিকার ও মাতৃভাষার প্রতি অপমান বলে দাবি করছেন। আগামী দিনে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা।