নিষিদ্ধ ক্যাপসুল সহ এক মহিলাকে গ্রেপ্তার করল ফালাকাটা জটেশ্বর আউটপোস্টের পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর আউটপোস্টের পুলিশ ধুলাগাঁওয়ের মুন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মমতাজ সুলতানা নামে এক মহিলাকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ হাজার ৬০০টি নিষিদ্ধ পিভন স্পাস প্লাস ক্যাপসুল। অভিযানের সময় ফালাকাটার বিডিও অনিক রায় উপস্থিত ছিলেন। ঘটনায় ওই মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ।
