নিষিদ্ধ কফ সিরাপ সহ ২জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি এসটিএফ । শুক্রবার গোপন খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকা থেকে একটি মালবাহী থেকে এই বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সত্যেন্দ্র ঠাকুর উত্তর প্রদেশ ও অভিনয় মিশ্রা মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি মালবোঝাই দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় হয় ১৫০০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ । ওই কফ সিরাপের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা । কাফ সিরাপগুলি উত্তরপ্রদেশ থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃতদের আগামীকাল আদালতে পাঠানো হবে।