কোচবিহার নিশিগঞ্জ এলাকায় এসএফআই এবং ডিওয়াইএফআই-এর পথ অবরোধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির আঘাতে আহত হন একাধিক ছাত্র-যুব।
এই পুলিশী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়ে বৃহস্পতিবার কোচবিহার শহরে যৌথ মিছিল করলো
এসএফআই এবং ডিওয়াইএফআই।
এদিন এস এফ আই কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র, ডিওয়াইএফআই কোচবিহার জেলা সম্পাদক ইউসুফ আলি, সভাপতি মানস বর্মন প্রমূখ।

সম্প্রতি পঠন-পাঠন বন্ধ হয়ে গিয়েছে, কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২নং ব্লকের অন্তর্গত নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়ের। এই নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিসহ এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে নিশিগঞ্জে এই কলেজ সংলগ্ন এলাকায় মিছিল এবং কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধে সামিল হয় এসএফআই এবং ডিওয়াইএফআই। এদিন বেলা বারোটা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্র-যুবরা। দীর্ঘ প্রায় চার ঘন্টা চলে এই অবরোধ। এরপর বিনা প্ররোচনায় আন্দোলনরত ছাত্র যুবদের উপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হয়েই এদিনের এই মিছিল বলে জানান এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র।।