DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

নিশিগঞ্জে এসএফআই- ডিওয়াইএফআই-এর পথ অবরোধে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কোচবিহার নিশিগঞ্জ এলাকায় এসএফআই এবং ডিওয়াইএফআই-এর পথ অবরোধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠিরাঘাতে আহত একাধিক ছাত্র-যুব। দুজন যুবতী সহ ৪জন চিকিৎসাধীন নিশিগঞ্জ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিশিগঞ্জ এলাকায়।
অবিলম্বে নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিসহ এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে নিশিগঞ্জে এই কলেজ সংলগ্ন এলাকায় মিছিল এবং কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধে সামিল হয় এসএফআই এবং ডিওয়াইএফআই। এদিন বেলা বারোটা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্র-যুবরা। দীর্ঘ প্রায় চার ঘন্টা চলে এই অবরোধ। এরপর বিনা প্রবচনায় আন্দোলনরত ছাত্র যুবদের উপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে।


সম্প্রতি পঠন-পাঠন বন্ধ হয়ে গিয়েছে, কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২নং ব্লকের অন্তর্গত নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়। পূর্ববর্তী বাম সরকারের আমলে অনুমোদন পাওয়া এই কলেজের গঠন-পাঠন শুরু হয় ২০১১ সাল থেকে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এই মহাবিদ্যালয়কে সরকার পোষিত করবার ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিনা পারিশ্রমিকে মাসের পর মাস বছরের পর বছর এই মহাবিদ্যালয় কাজ করে গেছেন শিক্ষক অশিক্ষক কর্মীরা। অবশেষে সম্প্রতি তারা সকলেই কলেজ ছেড়ে চলে যান। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে এই কলেজের পড়ুয়ারা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবিলম্বে এই মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতেই এদিন যৌথভাবে আন্দোলনে নামে এসএফআই এবং ডিওয়াইএফআই।
অন্যদিকে একই দাবিকে সামনে রেখে একদিন পথ অবরোধে শামিল হন এই মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।দীর্ঘক্ষণ অবরোধের পর জয়েন্ট বিডিও র আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

নাবালিকা যৌন হেনস্তায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবি,পথ অবরোধ কোচবিহার ছাট গুড়িয়াহাটি এলাকায়

নাবালিকা শ্লীলতাহানিতে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার রাতে কোচবিহার শহরের পার্শ্ববর্তী

Read More »