ইসলামপুর মহকুমা হাসপতালে এসে পৌঁছাল রবীন্দ্রনগর থানার পুলিশ। প্রায় ৪৫ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার ইসলামপুর ছয়ঘড়িয়া গ্রামের নির্যাতিত কিশোর সামসাদ আলম নিজে থেকেই বাড়ি ফিরে আসে। রবীন্দ্র নগর থানা এলাকার একটি জিন্স ওয়াচ কারখানায় মোবাইল চুরির অপবাদ দিয়ে ওই কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নাড়িয়ে দিয়েছিল বিভিন্ন মহল।

এই ঘটনার পর থেকেই শামসাদ নিখোঁজ ছিল, তবে ঘটনার ৪৫ দিন কেটে গেলেও সামসাদের খোঁজ করতে ব্যর্থ রবীন্দ্রনগর থানার পুলিশ, সামসাদের বাড়ি ফেরার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশ ওই কিশোরকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামপুর থানায় নিয়ে যায়, এরপর ওই কিশোরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বারোটা নাগাদ ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছালো রবীন্দ্রনগর থানার পুলিশ, যদিও কি কারনে শামসাদের সাথে দেখা করতে ইসলামপুর মহকুমা হাসপাতালে আসা, এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি রবীন্দ্রনগর থানার পুলিশ।