আরজি কর থেকে কসবা ল কলেজের ঘটনার পর নিরাপত্তার দাবিতে সোচ্চার হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আরজি কর থেকে ল কলেজে ছাত্রী গণধর্ষণ। এই আবহে এবারে নিজেদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া।মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা।
এই বিশ্ববিদ্যালয়ের একংশ ছাত্রীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাস রুমেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।বিশ্ববিদ্যালয় কোন নিরাপত্তা রক্ষী নেই।পর্যাপ্ত পরিমাণে নেই সিসিটিভি ক্যামেরা। বহিরাগতরা অনায়াসেই প্রবেশ করে বিশ্ববিদ্যালয়।এমনকি শৌচালয় পর্যন্ত যেতে ভয় পান তারা।সঙ্গে কাউকে নিয়ে যেতে হয়। কারণ শৌচালয়ের ছিটকানি নেই।

বারবার কর্তৃপক্ষকে জানিও হুঁশ ফিরেনি বলে অভিযোগ।আর জি কর বা কসবা ল কলেজের মত ঘটনা ঘটে যেতে পারে যে কোন মুহূর্তে সেই আতঙ্কেই রয়েছেন তারা। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে।ঝা চকচকে হোস্টেলের ভবন নির্মাণ হলেও এখনো চালু হয়নি।ফলে বাধ্য হয়ে তাদের বাইরে থাকতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে।
যদিও এই সমস্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার অভাব রয়েছে। নতুন সিকিউরিটি সিস্টেমের জন্য আবেদন করা হয়েছে জানালেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস।
জেলা তৃণমুলের ছাত্র পরিসদের সভাপতি প্রসুন রায় বলেন,শুধু ছাত্র-ছাত্রী কিংবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের জেলা সভাপতিও স্বীকার করেছেন নিরাপত্তা অভাবের কথা।আর এখানেই শুরু হয়েছে রাজনীতি।
বিজেপির অভিযোগ,বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছেন। কসবার মতো ঘটনা এখানে ঘটবে না তো। অবাধে এখানে বহিরাগতরা প্রবেশ করে। শিক্ষা নিয়ে এইরকম ছিনিমিনি সহ্য করা যাবে না।দরকার পড়লে আমরা আন্দোলনে নামবো।হুঁশিয়ারি রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের।