বাগডোগরায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ল বাদামবোঝাই লরি। গতকাল গভীর রাতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। বাগডোগরার সিঙ্গিঝোড়া চাবাগান সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে এদিন ফালাকাটা থেকে গয়ায় বাদাম নিয়ে যাচ্ছিল লরিটি। বাগডোগরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়জনজুলিতে গিয়ে পড়ে লরিটি । আহত লরির চালককে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।
