নিজের স্ত্রীকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা ,ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা কোচবিহার জেলায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহার মারুগঞ্জে , জানা গেছে ওই মহিলার নাম নেহা বর্মন, তার গলায় তিনটি কোপ দেয় তার স্বামী যার নাম সুধাংশু বর্মন। এলাকাবাসীর অভিযোগ আজ তাদের বাড়িতে ঝগড়া লাগে পরবর্তীতে এলাকাবাসী যখন তাদের বাড়ি যায় তখন দেখেন সেই মহিলা মাটিতে পড়ে রয়েছে এবং এলাকাবাসী তড়িঘড়ি সেই মহিলাকে নিয়ে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এলাকাবাসীকে জানায় সেই মহিলার শারীরিক পরিস্থিতি ভালো নেই বর্তমানে সে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে এলাকাবাসী আরো জানান এর আগেও সে একটি বিয়ে করেছিল আগের বিবাহিত মহিলাকেও সে মেরে ফেলে এবার নিয়ে দ্বিতীয় বার সে এমন করল।
এই বিষয়ে সেই মহিলার স্বামী অর্থাৎ অভিযুক্ত সুধাংশু বর্মন জানান তাদের বাড়িতে প্রায় ঝগড়া লাগতো আজ তিনি যখন কাজ সেরে তার বাড়িতে গিয়ে ছিলেন তখন তার স্ত্রী এবং তার মা দুজন দুজনের সাথে ঝগড়া করছিল হঠাৎই সে বাড়িতে থাকা দা নিয়ে গিয়ে তার গলায় কোপ দেয়।
বর্তমানে অভিযুক্ত সুধাংশু বর্মনকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আটক করে পুলিশ। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।