নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন এর আঙ্গুলী হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারতো। পুলিশ তা করেনি। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর এর মালডাঙ্গা তে। মন্তেশ্বর এর মালডাঙ্গা তে পৌছালে প্রচুর মানুষ কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়।

এদিন বিক্ষোভকারীরা তথা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, এলাকার মানুষ জানান সিদ্দিকুল্লা চৌধুরকে পাশে পাওয়া যায় না। মন্তেশ্বরের সাধারন মানুষ সিদ্দিকুল্লা চৌধুরীকে মানতে চাইছেন না বলে দাবি করেন তিনি।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এরা দল করে না, এদের ভাড়া করা হয়েছে। এলাকায় একাধিক কাজ করেছেন বলে দাবী করেন তিনি।দলকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেন তিনি।