প্রতিবছরের মতো এবারও শিক্ষকদের সাথে নিয়ে নিজের বাসভবনে শিক্ষক দিবস পালন করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সংসদ পার্থপ্রতিম রায়। এদিন সকালে তার বাসভবনে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষকদের তিনি সংবর্ধনা জানান এবং আবৃত্তি গান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই শিক্ষক দিবস তিনি পালন করেন।পার্থ প্রতিম রায় বলেন, আজ শিক্ষক দিবস।

প্রায় ১২ বছর ধরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করে আসছি শিক্ষক দিবস। এদিন ৬ জন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানান তিনি। এছাড়াও প্রায় ৫০ জন শিক্ষক শিক্ষিকাকে এদিন অভিনন্দন জানানো হয় বলে জানান তিনি।