দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। দিনহাটা শহর সংলগ্ন পুটিমারী এলাকায় গ্যাস গোডাউন সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায় মৃত ব্যক্তির নাম সুমন সূত্রধর। তার বাড়ি ওই এলাকাতেই বলে জানা যায়। জানা গেছে, গত বুধবার রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল । পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি ।

বৃহস্পতিবারও খোঁজাখুঁজি করা হয়েছিল, তার কোনরকম খোঁজ পাওয়া যায়নি । এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই মৃতের দাদা ঐ পুকুরে খোঁজাখুঁজি শুরু করতেই বেলা গড়াতেই উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ পৌঁছে সেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।