চলতি মাসের ৩ তারিখ রাতে ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা সাহা ও জয়ন্ত সাহার বাড়ি থেকে এসির তামার তার চুরি যায়। ঘটনাটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তির সাহায্যে সূত্র ধরে তল্লাশি শুরু করে। অবশেষে ৫ তারিখ সেন্ট্রাল কলোনি ব্লক-ই এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে ফুলেশ্বরী নিবাসী জয়ন্ত সরকারকে। অভিযুক্তকে আদালতে পেশ করে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে জেরা করে অবশেষে গতকাল পুলিশ কাশ্মীর কলোনি এলাকা থেকে উদ্ধার করে চুরি হওয়া এসির তামার তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পূর্বেও চুরির একাধিক অভিযোগ রয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।