১৩বছরের নাবালিকা ভাগ্নিকে যৌন নির্যাতনের অভিযোগে কেরালা থেকে গ্রেপ্তার মেসো। এমন চাঞ্চল্যকর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে হলদিবাড়িতে । এমন ঘটনায় শঙ্কিত লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মেসোকে কেরালা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার হলদিবাড়ি থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম প্রদীপ বর্মন। বয়স ২৫বছর। বাড়ি হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের লীলাহাটি এলাকায়।

নাবালিকার পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে,ওই নাবালিকা মাসির বাড়ি বেড়াতে যায়। সে সময় সুযোগ বুঝে তার মেসো জোরপূর্বক তার ওপর যৌন নির্যাতন চালায়। বাড়িতে ফিরে এসে সে তার মাকে বিষয়টি জানায়। এরপর দুই তরফে শালিসি সভার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হয়। তাতে সম্মত না হওয়ায় কিশোরীটির মা গত মে মাসের ২৮ তারিখ হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। যার কেস নম্বর ৭৮ । এরপর পক্স মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে থানায় মামলা হতেই কেরলে পালিয়ে যায় অভিযুক্ত মেসো। হলদিবাড়ি থানার পুলিশের একটি টিম কেরলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার হলদিবাড়ি থানায় নিয়ে আসে।এদিনই তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে।