নাবালিকা ধর্ষণে দুই অভিযুক্তের ২৫বছর ও ২০বছরের সশ্রম কারাদন্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের। শুক্রবার এই সাজা শুনিয়েছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, ঘটনার অভিযোগ বানারহাট থানায় দায়ের হয়েছিল ২০২৩ সালে। ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক যুবক তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং সেই ঘটনার একটি ভিডিও করে তার বন্ধুকে পাঠায়। এরপর ওই দুই বন্ধু মিলে ভিডিও ছড়িয়ে দেবে বলে নাবালিকাকে ব্ল্যাকমেইল করে এবং একাধিকবার তাকে ধর্ষণ করে। ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

নাবালিকার মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ডাক্তারি পরীক্ষা করালে আসল ঘটনাটি সামনে আসে। অভিযোগ দায়ের হয় বানারহাট থানায়। পুলিশ ঘটনার তদন্ত করে চার্জশিট দাখিল করে। আদালতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। নাবালিকার ডিএনএ টেস্টও পজেটিভ আসে। দুজন অভিযুক্তর মধ্যে একজনের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা ও দ্বিতীয় অভিযুক্ত আসামির ২০ বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ছয় লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।