প্রতিবেশী দম্পতির মদতে ১২বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ-২ ব্লকের বোচামারি এলাকা।
ঘটনার বিবরণ জানিয়ে বুধবার ওই নাবালিকার পরিবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে ওই প্রতিবেশী দম্পতির বাড়ির সামনে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্তের ফাঁসির দাবিতে এদিন টায়ার জ্বালিয়ে হরিপুর- কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসিন্দারা।
অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সরকার উপর। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে বললেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।