জমিতে জল সেচ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি বৃহস্পতিবার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রাজার কুটি এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বীরেন্দ্রনাথ বর্মন। তাঁর বাড়ি নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২২৪ নং বুথ রাজার কুটি এলাকায়। ওই ব্যক্তি ওই বুথের তৃণমূলের বুথ সভাপতি ছিলেন এবং একজন সক্রিয় কর্মী ছিলেন । পরিবারের তরফ থেকে জানা যায় বর্ষাকাল প্রায় শেষ হতে চলল অথচ বৃষ্টি নেই। জমিতে ধান লাগাতে পারছেন না। যে সময় জমিতে জল থৈ থৈ থাকার কথা তার বদলে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে। যারা এখনো জমিতে ধান লাগাননি তারা সেচের মাধ্যমে জমিতে হাল চাষ করে ধান লাগাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে বিরেন্দ্রনাথ বর্মন নামে ঐ ব্যক্তি জমিতে হাল চাষ করার জন্য ইলেকট্রিক মোটর লাগিয়ে জমিতে জল দেবেন। সেখানেই তার লাগাতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হয় ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে দ্রুত তুফানগঞ্জ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সাতসকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী সমর্থকরা ছুটে আসে হাসপাতালে। ছুটে আসেন নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পিন্টু হোসেন, প্রধান কোহিনুর খাতুন, উপপ্রধান কমলাকান্ত বর্মন ছাড়াও অন্যান্যরা। পিন্টু বাবু জানান তিনি একজন দলের সক্রিয় কর্মী এবং তার মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত পাশাপাশি দলের ভীষণ ক্ষতি হয়ে গেল।। থানা সূত্রে খবর দেহটিকে উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।