সোমবার নবান্ন অভিযানের নামে এক শিক্ষক নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য সহ প্রাণে মারার হুমকির অভিযোগে তৃণমূল কংগ্রেস ফালাকাটা টাউন ব্লক কমিটির পক্ষ থেকে উক্ত ঘটনার সরজমিনে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার রাতে। উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে, ফালাকাটা ডাউন ব্লক সভাপতি শুভব্রত দে সহ প্রমূখ নেতৃত্ব।
