নদী ভাঙ্গনের সমস্যা নিয়ে ফের কোচবিহার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ কোচবিহার জেলার ডাওয়াগুড়ি এলাকার ভোজনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সহ শাসক দলের নেতারা।
নদীগর্ভে চলে যাচ্ছে চাষের জমি ফলে ওই নদীর পাড়ে বাঁধের দাবিতে গত ৫ তারিখ কোচবিহার সেচ দপ্তর এবং জেলাশাসক দপ্তরের দারস্ত হয়েছিল কোচবিহার জেলার ডাওয়াগুরি এলাকার ভজনপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা ফের একই চিত্র দেখা গেল মঙ্গলবার ওই এলাকায় বাঁধের দাবিতে কোচবিহার জেলাশাসক দপ্তরের দ্বারস্থ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান গত ৫ তারিখ যখন তারা এসেছিলেন তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী ১০ দিনের মধ্যে কিছু করা হবে তবে এখনো পর্যন্ত তার কোন সুরাহা হয়নি এবং আগের চেয়ে বেশি পরিমাণে জমি নদী গর্ভে চলে গেছে যার ফলে তারা অনেক দুশ্চিন্তায় রয়েছে এছাড়া বহু বাড়ি রয়েছে যেগুলো আস্তে আস্তে নদীগর্ভে যাচ্ছে। ইতিমধ্যেই সেই বাড়িগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তবে তাদের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে। তাই এদিন তারা জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে তারা আরো জানান এদিন আবারো তাদের আশ্বাস দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে প্রশাসনিক দপ্তরের আধিকারিকের সঙ্গে গ্রামবাসীদের একটি বৈঠক হবে বাঁধের বিষয় নিয়ে তবে তাতেও যদি কোনো রকম সূরা হানা হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে।