নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নদী পার ভাঙ্গনের ঘটনায় এলাকায় পরিদর্শনে এলেন মহকুমা শাসক, বিধায়ক, বিডিও এবং ইরিগেশন দপ্তর এর ইঞ্জিনিয়াররা।২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভাঙা নদী পাড়ের সংস্কার কাজ শুরু। তবে ভাঙ্গুর নয় জলের তোর এই পড়ে গেছে বালির বস্তা জানাচ্ছে বিধায়ক থেকে শুরু করে সরকারি আধিকারিকরা।
নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকায় ভাগীরথী নদীর তীরবর্তী পার বাঁধানো কাজ সমাপ্ত না হওয়ার মধ্যেই, জলের তোরে ভেঙেছে কালো বস্তা সহ মাটি।

গতকাল ঘটনা প্রকাশ্যে আসার পরেই আজ জেলা প্রশাসনের তরফে রানাঘাট মহকুমা শাসক ভরত সিং , শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সকলে উপস্থিত হয়ে এলাকা তদারকি করেন। এদিন ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত নদীপাড় মেরামতের জন্য উদ্যোগী হয়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নদীপা ড় সংস্কারে বিধায়কের পদক্ষেপ । তবে এটা কোনভাবেই ভাঙ্গন না বলে একযোগে জানিয়েছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে মহকুমা শাসক এবং বিধায়ক নিজেও।