আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিত্তিবাড়ি গ্রামের ভৌগোলিক গুরুত্ব বাড়ল । গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বনদপ্তর।উল্লেখ্য, সংকোশর নদীর শাখার উপর দক্ষিন হলদিবাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতা নিয়ে তৈরি হলো কাঠের সেতু। এই সেতুতে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ।শুক্রবার দুপুরে এই সেতুর শুভ উদ্ধোধন করেন বিশিষ্ট জনেরা।

পাশাপাশি এদিন মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত এড়াতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে হাতি এবং মানুষের সংঘাত এড়াতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বনদপ্তরের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ গোটা দিন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।