দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখতে শহর ও শহরতলির একাধিক পুজো প্যান্ডেলে পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। তাঁর সঙ্গে ছিলেন এস ডি পি ও গিলসেন লেপচা,ধূপগুড়ি মহকুমা শাসক পুস্পা দোলমা লেপচা, ডি এম ডি সি সাব্বির আহমেদ,স্বাস্থ্য দফতর, বিদ্যুৎ বিভাগ, দমকল বিভাগের ধূপগুড়ি দফতরের সাব অফিসার রিন্টু কুমার সরকার এবং ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।

এদিন শহরের বিগ বাজেটের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কর্তারা। পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জেলা পুলিশ সুপার নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল এবং যানজট কমানোর পরিকল্পনা নিয়েও বিস্তারিত খোঁজখবর নেন।এছাড়া পুজো মন্ডপ গুলিতে ডেঙ্গু রুখতে ব্যবস্থা এবং প্লাস্টিক ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সর্তক করা হয়।
পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘মানুষ যাতে নির্বিঘ্নে প্যান্ডেলে প্রবেশ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়ে নিরাপত্তায় সাদা পোশাকের, পুলিশ, উইনার্স ফোর্স,পুলিশের বাইক ইউনিট প্যান্থার এবং পিঙ্ক পুলিশ থাকছে,এছাড়াও বাড়তি বাহিনী থাকবে।এছাড়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জলপাইগুড়ি বাসীকে শুভেচ্ছা ঞ্জাপন করেন।