মহকুমার বিভিন্ন সমস্যা এবং দ্রুত পুরভোটের দাবিতে মহকুমাশাসককে ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভা বিজেপির তরফে মহকুমা শাসকের কাছে আট দফা দাবির বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসে যায়।এদিকে ডেপুটেশন ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বিডিও অফিস চত্বরে।মিছিল আসতেই বিজেপির নেতা কর্মীরা গেট খোলার দাবিতে বিডিও অফিসের গেট ধাক্কাধাক্কি শুরু করে।

বিজেপি কর্মীদের ধাক্কাতে খুলে যায় গেট।এরপর মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বসে পড়েন।একাধিক নেতা কর্মীরা বক্তব্য রাখেন বিভিন্ন সমস্যা নিয়ে।বিজেপির অভিযোগ খাতা কলমে ধূপগুড়িকে মহকুমা ঘোষনা করা হয়েছে কাজের কাজ কিছু হয়নি।হাসপাতালের পরিষেবা বেহাল।তিন বছর ধরে পুরসভা ভোট হয়নি।ভোট না হওয়ার কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।দ্রুত ভোট করাতে হবে।সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে।প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে উপসংঘ নির্বাচন করার দাবি জানানো হয়।এদিকে ডেপুটেশন দিয়ে বিজেপির তরফে জানানো হয় দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য আগুন রায়,জেলা সম্পাদক মাধব চন্দ্র রায়,বিধানসভার কনভেনর চন্দন দত্ত,টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক, বাবলু চৌধুরী সহ একাধিক নেতা কর্মীরা।