১৩০০ টাকা সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার।শনিবার ধূপগুড়ি শহরের মার্কেট মোড় এলাকায় ফালাকাটা গামী জাতীয় সড়ক অবরোধ করা হয়।প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ।অকাল বৃষ্টির জেরে চরম সমস্যায় আলু চাষিরা।তার উপর দোসর হয়েছে আলুর দাম।এই দুয়ের চাপে নাজেহাল চাষিরা।এবারে কুইন্ট্যাল পিছু ১৩০০ টাকা সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনার দাবিতে সরব হয়েছে বামপন্থী কৃষক সভার সংগঠন।তাদের দাবী রাজ্য সরকারকে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকারকে কৃষকদের থেকে সরাসরি আলু ক্রয় করতে হবে। কৃষক সভার প্রানবল্লভ ভাওয়াল বলেন প্রতি বছর বেশিরভাগ সময়ে ৩০ থেকে ৪০ টাকা প্রতি কিলো দরে আলু কিনছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আলু চাষি ও সাধারণ মানুষকে রেহাই দিতে দীর্ঘদিন ধরেই ১৩০০ টাকা প্রতি কুইন্ট্যাল কিলো দরে সহায়ক মূল্যে আলু কেনার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিভিন্ন কৃষক সংগঠন।কিন্ত রাজ্য সরকার কোনও ভাবেই কৃষকদের দাবির বিষয় শুনছে না।এদিন আমরা পথ অবরোধ করলাম।দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।এদিকে অবরোধের জেরে রাস্তার দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয়।ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।স্বাভাবিক হয় যান চলাচল।
