পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নয়ন বর্মন।তার বাড়ি ধূপগুড়ি মহকুমার ভেমটিয়া এলাকায়।জানা যায় শনিবার রাতে বাড়ি থেকে খাবার খেয়ে মাছের আড়তে আসছিলেন নয়ন।সেই সময়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি লরি জলপাইগুড়ি দিক ধূপগুড়ির দিকে আসছিল।দ্রুত গতি লরি পেছন থেকে নয়নকে সজোরে ধাক্কা মারে।রাস্তার উপর লুটিয়ে পড়ে।

ঘটনা দেখতে পেয়ে এক ব্যক্তি সকলকে খবর দিলে ছুটে আসে স্থানীয়রা।তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ।ঘাতক লরিকে আটক করা হয়েছে।পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।মৃতের ছেলে মদন বর্মন বলেন বাবা মাছের আড়তে থাকতো।রাতে বাড়ি থেকে খাবার খেয়ে আড়তে আসার সময় দুর্ঘটনায় শিকার হয়।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।পুলিশ সূত্রে খবর লরি আটক করে ঘটনার তদন্ত করা হচ্ছে।