চুরি করতে এসে দোকানে ভেতরে আইসক্রিম খেল চোর।শুধু আইসক্রিমই নয়,সিগারেট, দামি বিস্কুট, জল খেয়ে টাকা পয়সা হাতিয়ে চম্পট দিল চোর। নেশার বশে নাকি আইসক্রিমের লোভে তা নিয়েই রহস্য।মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিতে চোর হানা দেয় ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের সামনের একটি দোকানে।তবে দোকান মালিকের কথায়,আইসক্রিম ও সিগারেট খাওয়া ছাড়া দোকানের কম্পিউটারের মনিটরে সিগারেটের ছ্যাকা দিয়ে নষ্ট করে দিয়েছে।সব মিলিয়ে ক্ষতি বলতে প্রায় ৫ হাজার টাকা হবে।জানা যায় গভীর রাত থেকে একটানা বৃষ্টি চলছে ডুয়ার্স জুড়ে।বৃষ্টির সুযোগ নিয়ে সুকান্ত মহাবিদ্যালয়ের সামনের দোকানদার অজয় নন্দীর দোকানে হানা দেয় চোরের দল।এদিন সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের টিন কাটা।

সেখান দিয়ে দোকানে ঢুকে চোর।এরপর দোকানে রাখা আইসক্রিম ও সিগারেট খায় চোর।চুরি করে নিয়ে যাওয়ার মতো বেশি কিছু ছিল না দোকানে।শেষে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল।দোকান মালিক অজয় নন্দী বলেন এই নিয়ে দুইবার চুরি হল।এর আগে লকডাইনের সময় হয়েছিল।এদিন টিন কেটে দোকানে ঢুকে সিগারেট ও আইসক্রিম খাই চোর।কম্পিউটার নষ্ট করে দিয়েছে।পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবো।এদিকে ঘটনার খবর পেয়ে প্রাথমিক তদন্ত করেছে ধূপগুড়ি থানার পুলিশ।