চার চাকা ছোটো পণ্যবাহী গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়কের কালিরহাট সংলগ্ন মাগুরমারি পাইকার পাড়া এলাকায়।
জানা গেছে,পন্যবাহী ছোটো চার চাকার গাড়িটি ধূপগুড়ি থেকে নাথুয়ার দিকে যাচ্ছিল। সেসময় পাইকার পাড়া এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।

বাইকের গতিবেগ এতোটাই বেশি ছিল যে ছোট গাড়িটির সামনের অংশ এবং বাইকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা। এরপর আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। জানা গেছে বাইক চালকের নাম বিশ্বজিৎ অধিকারী এবং তিনি ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধূপগুড়ি থানার পুলিশ বাইক ও ছোট গাড়িটিকে আটক করেছে। এদিকে কয়েকদিন আগেই রাজ্য জুড়ে পালন করা হলো পথ নিরাপত্তা সপ্তাহ। তবে তারপরও এক শ্রেণীর মানুষ যে এখনও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নন ,তারি প্রমান মিলল।