শ্রমকোড বাতিলের দাবিসহ মোট ১৭ দফা দাবির ভিত্তিতে সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন গুলি ৯ ই জুলাই সারা ভারত বন্ধের ডাক দিয়েছে। এদিন বন্ধ সমর্থনকারীরা মিছিল করে তুফানগঞ্জ কোর্ট চত্বরে আসলে সেখানে পুলিশের সাথে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনায় মোট আট জন এসইউসিআই সমর্থক কে আটক করেছে পুলিশ।