বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিতে দুর্গতদের ত্রাণ শিবিরে পৌছলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। বৃহস্পতিবার দুপুরে ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলা টারি বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী। এদিন তিনি বেতগারা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী পলিথিন, পোশাক এবং রান্নার বাসনপত্র তুলে দেন। যদিও মন্ত্রীর হাত থেকে এগুলোতে অখুশি অনেকেই। তাদের দাবি এই মুহূর্তে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল বা রাজ্য সরকারের তরফ থেকে খাবারের বন্দোবস্ত হচ্ছে।

কিন্তু এই সামগ্রী আমাদের হাতে তুলে দেওয়ার পর সেগুলো রাখবো কোথায়। বাড়ি ঘর সব নিশ্চিহ্ন। সবার আগে বাঁধ সংস্কার এবং আমাদের বাড়ি ঘরের জায়গার চিহ্নিত করন প্রয়োজন। বারংবার নেতা-মন্ত্রীদের কাছে সেই দাবি তোলা হলেও সকলেই আশ্বাস দিচ্ছেন হবে, কিন্তু কবে হবে কবে আমরা নিজেদের বাড়িতে ফিরতে পারবো। তা নিয়ে আশঙ্কায় রয়েছি। এই অবস্থাতে দাঁড়িয়ে বাঁধের সংস্কার দ্রুত প্রয়োজন। কারণ নদীর জল বাড়লে ফের বিপত্তি দেখা দিতে পারে। প্লাবিত হবে আরো এলাকা বন্যার দিন নিজেদের এলাকা ছেড়ে প্রাণ বাঁচাতে উঠে আসতে হয়েছে রেল লাইনের ওপর, আপাতত একাংশ বাসিন্দা তাদের গবাদিপশু নিয়ে সেখানেই রয়েছেন। বাচ্চা থেকে শুরু করে মহিলা এবং বয়স্করা তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হলেও সকলের পক্ষে ত্রান শিবিরে আশা সম্ভব হচ্ছে না। তাই মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে দাবি দ্রুত স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হোক। এদিনের ত্রাণ সামগ্রী বিলির পর মন্ত্রী বলেন রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই এলাকা গুলি পরিদর্শন তার পাশাপাশি বন্যা দুর্গতদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং তাদের মাথার ওপর আশ্রয়ের তাগিদে খুব শীঘ্রই সার্ভে শুরু করা হবে এবং পুরো বিষয় খতিয়ে দেখে তাদের জমি জায়গার পুনরুদ্ধারের চেষ্টা চালানো হবে। বৃহস্পতিবার এই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ খোঁজ নেওয়া হয়েছে।