ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতার বন্যা পরিস্থিতি . রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার জলমগ্ন হয়ে পড়ে কলকাতা। ব্যাহত হয় জনজীবন৷ বুধবার সকালেও দেখা গেল একাধিক জায়গায় জমে রয়েছে জল। কলকাতার বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল ১২৫ নম্বর ওয়ার্ডে টাইম কল জলের তলায়. উল্টোডাঙ্গা, মুচিবাজার, কাঁকুড়গাছির একাংশ, কবিরাজ বাগান, খাল সংলগ্ন অঞ্চল, গোটা চত্বরে পানীয় জল পরিষেবা সমস্যায় পড়েছে।

সোমবার রাতের অস্বাভাবিক বৃষ্টির জেরে বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনে জল ঢুকে যায়। সূত্রের খবর, মোটর এবং ভালব খারাপ হয়ে যাওয়াতে বিপত্তি। ২০০৪ সালে সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এই বুঝটার পাম্পিং স্টেশন চালু হয়েছিল। সকালবেলা ছটার জল সাড়ে সাতটায় দেওয়া হয়েছে। তবুও জলের গতি কম ছিল। পাম্পিং স্টেশনে মোট তিনটি পাম্প রয়েছে। তার মধ্যে বড়টি খারাপ হয়ে গিয়েছে। বাকি পাম্প এবং কিছু অস্থায়ী পাম্প লাগিয়ে জল সরবরাহ করার চেষ্টা হয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় পুরসভা ট্যাংক পাঠাচ্ছে।