মাকে মারধর,প্রতিবাদ করতে গিয়েই সৎ বাবার হাতে গুরুতর আহত হলেন ভালোবাসা মোড়ের দীপক বর্মন নামে ২১ বছরের যুবক।
দিনহাটার বাসিন্দা পিতা ভবেন্দ্র নাথ বর্মন।বিগত পাচ বছর আগে দীপক বর্মনের মায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ।পরিবারের অভিযোগ,তাদের পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় এসে নানান ভাবে ছেলে দীপক ও তার মায়ের সাথে নানান ছলে ঝগরা বিবাদ বাধিয়ে তাদের মারধর করতো।

গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে টাকার দাবি জানিয়ে দীপক বর্মনের মাকে মারধর করতে থাকে। তার প্রতিবাদ করতে গিয়ে হঠাৎই ব্লেড দিয়ে দীপক বর্মনের উপর হামলা চালায়।শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ব্লেড দিয়ে আঘাত করে ভবেন্দ্র নাথ বর্মন।গুরুতর আহত অবস্থায় দীপককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে সেই সুযোগে বাড়িতে থাকা প্রায় ১০-১২ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় সৎ বাবা ভবেন্দ্র নাথ বর্মন।এদিকে সমস্থ ঘটনা লিখিত আকারে এনজেপি থানায় লিখিত আকারে অভিযোগ করেন দীপক ও তার মা।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।