মিসকল থেকে পরিচয়। বয়স ভাড়িয়ে সম্পর্ক স্থাপন। ভয় দেখিয়ে মালদা থেকে নাবালিকা কে তুলে শিলিগুড়ি র হোটেলে রেখে ধর্ষনে অভিযুক্ত মালদার বাসিন্দা ইয়াসিন শেখকে ২০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করলো জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। গত ১৩ জানুয়ারি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তৎপরতায় মালদার বাসিন্দা ইয়াসিন শেখ কে গ্রেফতার করে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ।

উদ্ধার করে নাবালিকা কে। মামলা গড়ায় জলপাইগুড়ি র পকসো আদালতে। আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানান, আট মাসের মাথায় আজ আট জনের সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে বিচারক দোষী সাব্যস্ত যুবক ইয়াসিন শেখ কে ২০ বছর সশ্রম কারাদন্ড।৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড। একই সঙ্গে নাবালিকার পরিবার কে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপুরন দেওয়ার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কে নির্দেশ দিয়েছেন।