দ্রুততার সাথে বিল্ডিং পরিকল্পনার অনুমোদন দেওয়ার দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলা পরিষদে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলো কন্সট্রাকশন ফোরাম।
এদিন আন্দোলনকারীরা জানান, বিল্ডিং পরিকল্পনার অনুমোদন দেবার ক্ষেত্রে বিভিন্ন অজুহাত সামনে এনে বিলম্ব করছে কোচবিহার জেলা পরিষদ প্রশাসন। আর জেলা পরিষদের এই দীর্ঘসূত্রিতার কারণে এক সীমাহীন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে জেলার বিভিন্ন ইঞ্জিনিয়ারদের পাশাপাশি নির্মাণ শ্রমিক ঠিকাদার সহ নির্মাণ সামগ্রী বিক্রেতারা। কারণ একটি বিল্ডিং নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে সকলের উপার্জনের বিষয়টি। দিনের পর দিন এই বিল্ডিং প্ল্যান পাস না হওয়ায় শুরু করা যাচ্ছে না ব্যাপক অংশের বিল্ডিংয়ের কাজ। তাই বাধ্য হয়েই এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা।
