রবিবার দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এদিন সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা যখন ডিউটি করছিলেন সেই সময় লঞ্চের এক যাত্রী তাঁদের খবর দেন একটি মৃতদেহ জলে ভাসছে। তারপরই তাঁরা স্পিডবোট নিয়ে বেশ কিছুটা গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে আনেন। এরপর হাওড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
